জীবন অধ্যায়ের প্রচলিত ভ্যালেন্টাইন’স পঞ্জিকার পঞ্চম দিন ১১ ফেব্রুয়ারি অর্থাৎ ’প্রমিজ ডে’। যেকোনো সম্পর্কে ছোট ছোট প্রতিশ্রুতি এবং বিশ্বাসই বদলে দেয় সঙ্গীর সঙ্গে সমীকরণ বা অনেক না বলার যন্ত্রণা।
পথচলার মাঝে আপন মানুষটির সঙ্গে মান- অভিমান আর খুনসুটি নিয়ে তৈরি হয় বিশ্বাস নামক ঘর। কিন্তু আমরা পারস্পরিক প্রতিশ্রুতি কজন রাখতে পারি! বলা হয়, ওয়াদা করা হয়, ভঙ্গ করার জন্যই! প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রেও কী ঘটনাটি তাই? আজকের সিদ্ধান্ত হোক- প্রতিনিয়ত নিজেদের কাছে হবে ’প্রমিজ’।
সম্পর্কের এ দিকটির বিবেচনা করেই আজ ‘প্রমিজ ডে’। এ দিনটি কেন এতো গুরুত্বপূর্ণ? স্বাভাবিকভাবেই কাছের মানুষটি আমৃত্যু একটি প্রতিশ্রুতি চায়, তা হলো যেকোনো পরিস্থিতিতে আপনার সহায়তা। নির্দিষ্ট এই দিনটিতে আপনি এই প্রতিশ্রুতিটি করতে পারেন যা আপনাদের সম্পর্কের প্রতিশ্রুতি বজায় রাখতে পারে।
আজকের এই সুন্দর মূহুর্তে প্রিয় মানুষকে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিন। হোক জীবনের না বলা কিছু কথা দিয়ে সুন্দর করে পথচলা। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর মাঝে রঙ পরিবর্তন হয়। কিন্তু ভালোবাসার মানুষটির প্রতি থেকে যায় হাজারো অভিমানের গল্প।
CBALO/আপন ইসলাম