বরিশালের আগৈলঝাড়ায় শনিবার গভীর রাতে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভুত হয়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মা যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা বাজারে শনিবার গভীর রাতে মো. গাজী তালুকদারের মিষ্টির দোকান থেকে বৈদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। গৌরনদী ফায়ার সার্ভস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই মিষ্টির দোকান পুড়ে পাশের হারুন হাওলাদারের হার্ডওয়ারের দোকান সর্ম্পর্ণ ভস্মিভুত হয়ে যায়। আগুনে দুটি দোকান ও মালামাল পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিকরা।
CBALO/আপন ইসলাম