ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি খাঞ্জাপুর নামকস্থানে শনিবার ভোররাত তিনটার দিকে মিনিট্রাক ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে দুইজন চালকসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চরলতা গ্রামের কাদের বয়াতীর পুত্র আকতার হোসেন (৩০) ও বরিশাল সদর উপজেলার উত্তর জাগুয়া এলাকার আব্দুল আজিজ হাওলাদারের পুত্র মোঃ রাসেল (২২)। দুইজনই ট্রাক চালক অপর নিহত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মোঃ সোহান (২২) ট্রাকের হেলপার।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, একটি বিকল মিনি ট্রাককে (যশোর-ড ১১-০৬১৯) অন্য একটি মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১৪-৫১১৫) সাথে বাঁশ দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথিমধ্যে বাঁশটিতে ত্রুটি দেখা দিলে দূর্ঘটনাস্থলে বসে সেটি ঠিক করা হচ্ছিলো। এসময় বরিশালগামী বেপরোয়াগতির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৮৯১৩) পেছন থেকে দুটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত তিনটি যানকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
CBALO/আপন ইসলাম