সিলেটের ফেঞ্চুগঞ্জে আবারো তেলবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর থেকে সারা দেশের সাথে বন্ধ হয়ে গেছে সিলেটের ট্রেন যোগাযোগ। বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারী) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যিখানে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৭ টি বগি গুতিগাঁও নামক স্থানে লাইনচ্যুত হয়।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান জুয়েল জানান, তারা আগে খবর পান নি। এখন অফিসারদের জানাবেন। ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
CBALO/আপন ইসলাম