বিনোদন প্রতিবেদক:
আগামীকাল ঈদের ষষ্ঠ দিন (শনিবার) রাত ৮.১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘ডুব সাঁতার’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। অভিনয় করেছেন আব্দুন নূর সজল, তাসনুভা তিশা, রাইসা রিয়া ও রেশমা রেশমী প্রমূখ। নাটকের গল্পে দেখা যাবে, লতার বাবার সঙ্গে ধ্রুবর বাবার বন্ধুত্বৃর প্রতিশ্রুতি হিসেবে শহরের আভিজাত্য পরিবারের ছেলে ধ্রুব গ্রামের কালাে মেয়ে লতাকে বিয়ে করতে বাধ্য হয়।
কিন্তু ধ্রুব লতাকে বিয়ের রাতেই জানিয়ে দেয় সে তাকে স্ত্রী হিসেবে কোন দিনই স্বীকৃতি দিবে না। বিয়ের পর দিন সকালেই ধ্রুব ঢাকা ফিরে আসে। লতা ও স্বামীর পিছু নিয়ে ঢাকা চলে আসে। এরপর লতাকে রেলস্টেশনে একা ফেলে ধ্রুব পালিয়ে যায়। এখন কী করবে লতা? জানতে হলে দেখতে হবে নাটকটি।