নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আমির হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার বিকাল ৪ ঘটিকায় শহরের চিলাহাটি-ডোমার সড়কের মায়া মর্কেটে এ ঘটনাটি ঘটে। নিহত আমির হোসেন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাকডোকরা প্রধানপাড়া গ্রামের মৃতঃ এনায়েতুল্লাহর ছেলে ও দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক খালেকুল হকের বাবা।
স্থানীয়রা জানায়, চিলাহাটি- ডোমার সড়কের চিলাহাটি থেকে ছেড়ে আসা দিয়ে গাছ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৮-৩০৩৫) ডোমার বাজার প্রবেশ কালে ডোমার থেকে বাই সাইকেল যোগে বৃদ্ধ আমির হোসেন তার বাড়ী বাকডোকরা যাওয়ার পথে আকস্বিক ট্রাকের হর্ণের শব্দ শুনে সাইকেল থেকে পড়ে যায়। এ সময় কাঠ বোঝাই ট্রাকটি আমির হোসেনের দু পায়ের উপর দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট অতিরিক্ত রক্ত ক্ষরনে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘাতক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
CBALO/আপন ইসলাম