বরিশালের আগৈলঝাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অপর এক শিক্ষক।থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে ভ্যানযোগে গৈলা যাচ্ছিলেন ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষক আবুল কালাম আজাদ। তাকে বহনকরা ভ্যান টিএ্যান্ডটি সড়ক মোড় অতিক্রমকালে ভ্যান চালক জালাল মোল্লা (৬৫) আকস্মিকভাবে ভ্যান থেকে ছিটকে পরেন। এসময় আবুল কালাম আজাদও ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়়রা আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ভ্যান চালক জালাল মোল্লাকে মৃত ঘোষণা করেন। নিহত ভ্যান চালক জালাল মোল্লা উপজেলার পূর্বসুজনকাঠি গ্রামের জেন্নাত আলী মোল্লার ছেলে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহতের ছেলে রবিউল জানান, তার পিতা হার্টের সমস্যায় ভুগছিলেন। ঘটনাস্থলে হয়তো তিনি হার্ট অ্যাটাক করেছেন।
CBALO/আপন ইসলাম