টাঙ্গাইলের গোপালপুরে মাথায় গাছ পড়ে মিজানুর রহমান (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল লিচুতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর উত্তর বিলডগা গ্রামের নূরুল ইসলামের ছেলে। গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়,চর চতিলা বাজার থেকে মিজানুর রহমান সকাল দশটার দিকে ভ্যানে একজন যাত্রী নিয়ে গোপালপুর যাচ্ছিলো। বাইশকাইল লিচুতলায় পূর্বথেকে কয়েকজন শ্রমিক মিলে রাস্তার পাশে একটি বেলগাছ কাটতেছিলো। মিজানুর ওই গাছের নিচ দিয়ে ভ্যানচালিয়ে যাওয়ার সময় গাছটি তার মাথার উপর পড়ে। এতে তার মাথা ফেটে থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
CBALO/আপন ইসলাম