সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী তানিয়া (২২) কে হত্যার অভিযোগ এনে মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। তানিয়া খাতুনের মা সেলিনা বেগম বাদী হয়ে সাতজনকে বিবাদী করে মামলাটি দায়ের করেছেন । মডেল থানা সুত্রে, উল্লাপাড়া উপজেলার কয়ড়া হরিষপুর গ্রামের জালাল ভূইয়ার ছেলে আজিজুল ভুইয়ার স্ত্রী তানিয়াকে গত সোমবার (২৫ জানুয়ারি) রাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক এ মামলার তদন্তকারী মোশারফ হোসেন জানান, প্রায় তিন বছর আগে উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের মাসুদ সরকারের মেয়ে তানিয়ার সঙ্গে আজিজুল ভুইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে আজিজুল ভুইয়া পরকীয়ায় জড়িয়ে পড়ে। তার স্ত্রী তানিয়া এতে বাঁধা দেওয়ায় বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে প্রায়ই কলহ হতো। সোমবার রাতে তানিয়ার স্বামী আজিজুল ভুইয়া তার স্বজনদের নিয়ে নিজের শোবার ঘরে তানিয়াকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করিয়েছে। এদিকে হত্যাকান্ডের পর পরই তানিয়ার স্বামী ও তার পরিবারের অন্যরা বাড়ী ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে। মডেল থানায় স্বামী আজিজুল ভুইয়াসহ ৭ জনকে বিবাদী করে মামলা করেছেন। আসামীদের গ্রেফতারের জোরালো চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়।
CBALO/আপন ইসলাম