মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নতুন ওঠা আলু এখন ১৫ টাকা কেজি দরে কেনাবেচা হচ্ছে । বিভিন্ন হাট ও বাজারের কাচা তরি তরকারির দোকানিরা সাধারণ খদ্দেরদের কাছে এ দামে বিক্রি করছেন । আলু চাষী কৃষকেরা এর চেয়ে কম দামে পাইকারী ব্যাবসায়ীদের কাছে বিক্রি করছেন । উল্লাপাড়া উপজেলা অঞ্চলে বিভিন্ন মাঠে আবাদ করা নতুন আলু ওঠা শুরু হয়েছে। কৃষকেরা তাদের আলু তুলে এলাকার হাট বাজারগুলোয় এনে বিক্রি করছেন । এবারে আলুর ফলন ভালো হারে মিলছে এবং রোগ বালাই নেই বলে জানা যায়। উল্লাপাড়া পৌর হাট বাজারসহ বিভিন্ন এলাকার কাচা তরি তরকারির দোকানিরা নতুন আলু বিক্রি করছেন । প্রতি কেজি আলু ১৫ টাকা কেজি রে কেনাবেচা হচ্ছে । একাধিক দোকানি জানান বিভিন্ন মোকাম এলাকা থেকে তারা আলু এনে বিক্রি করছেন । এছাড়া এলাকার কৃষকদের কাছ থেকেও আলু কিনছেন।
CBALO/আপন ইসলাম