রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

ই-পেপার

বরিশালের বিনোদন কেন্দ্রে শুনশান নিরবতা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ৩:১৫ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনায় এবারই কেবল ঈদকে ঘিরে জনমানব শূণ্য হয়ে পরেছে নগরীর আনন্দ বিনোদন কেন্দ্রগুলো। অন্যান্য বছর ঈদকে ঘিরে দিনভর যেখানে বিনোদন স্পটগুলোতে সকল বয়সের নারী-পুরুষ ও শিশুদের কোলাহলে মুখরিত ছিলো, এবার সেসব বিনোদন কেন্দ্রে ছিলো শুনশান নিরবতা।

নগরীর বিনোদন কেন্দ্র প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, চাঁদমারী কোরিয়ান গোডাউন, কীর্তনখোলা নদীর পাড়, ত্রিশ গোডাউন, বঙ্গবন্ধু উদ্যান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকাগুলো ঘুরে দেখা গেছে, কোথাও ঈদ ভ্রমনের বিনোদন প্রেমীদের উপস্থিতি নেই। তবে ঈদের দ্বিতীয়দিন মঙ্গলবার বিকেলে কিছু সংখ্যক পরিবারের সদস্যদের নৌকায় কীর্তনখোলার ভরা জোয়ারের উত্তাল ঢেউয়ের সাথে ঘুরতে দেখা গেছে।

নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিটি স্পটে পুলিশের স্থায়ী টহল বৃদ্ধি করা হয়েছে। বঙ্গবন্ধু উদ্যানের প্রবেশপথে বেঞ্চ দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়ে সেখানেও টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। উদ্যানের শিশু পার্ক এবং নগরীর সবচেয়ে বিনোদনের বড়স্থান প্লানেট ওয়ার্ল্ড পার্কের প্রধান ফটকেও ঝুলছে তালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর