মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে মানব সেবা অভিযানে গাছ বিতরণ ও অনুদান প্রদান রাণীনগরে সালিশে হাজির না হওয়ায় বাড়িতে হামলা: ভাঙচুর তালাবদ্ধ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না ভূমিসেবা পেতে সরকারি খরচ ছাড়া অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্হা, হুশিয়ারি জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধ*র্ষ*ণ*চেষ্টা: অভিযুক্ত অধরা পাকুন্দিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত অভয়নগরে ভয়াবহ মাদকের ছড়াছড়ি, বাড়ছে চুরি ছিনতাইসহ নানামুখী অপরাধ

উল্লাপাড়ায় চার গ্রামের বসতিরা দুটি কাঁচা সড়কে চলেন পায়ে হেঁটে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৫:৪৭ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধামাইলকান্দি-আঙ্গারু ভায়া শহরিয়ারপুর আন্তঃ ইউনিয়ন দুটি কাঁচা সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা ভাল না। সড়ক পথ দুটিতে চলেনা যাত্রীবাহি কোন বাহন। চার গ্রামের বসতিরা দুটি কাঁচা সড়কে পায়ে হেঁটে বেশ দূর্ভোগে চলাচল করে। একটি ব্রীজে ঢাল বেয়ে উঠা নামায় কষ্ট হয়। এলাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সড়ক হয়নি পাকাকরণ কিংবা এইচবি করণ।

উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধামাইলকান্দি বাজার থেকে ভয়নগর ও শহরিয়ারপুর গ্রাম হয়ে আঙ্গারু বাজার পর্যন্ত পুরোটাই কাঁচা সড়ক পথ। প্রায় পোনে সাত কিলোমিটার দীর্ঘ এ সড়ক পথে খালের উপর বড় ধরনের দুটি ব্রীজ নির্মান হয়েছে। এর একটি ব্রীজ প্রায় পোনে তিন কোটি টাকা ব্যয়ে এলজিইডি থেকে আর অপরটি দূর্যোগ মন্ত্রণালয় থেকে নির্মান করা হয়েছে বলে জানা যায়। এদিকে আরেকটি প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়ক ধামাইলকান্দি থেকে খোজাখালী হয়ে শহরিয়ারপুর গ্রামে আঙ্গারু সড়কে যোগ হয়েছে। এ সড়কের ধামাইলকান্দি-ভয়নগর বাঙ্গালা ইউনিয়নে এবং শহরিয়ারপুর থেকে আঙ্গারু বাজার সলংগা ইউনিয়নের মধ্যে বলে জানা যায়।

এলজিইডি অফিস সূত্রে, বাঙ্গালা আরএন্ড এইচ (ধামাইলকান্দি বাজার) থেকে ভয়নগর পর্যন্ত তিন দশমিক ছয়শ মিটার সড়ক এলজিইডি’র গ্রাম্য সড়ক-এ তালিকাভুক্ত। যার আইডি নং-১৮৮৯৪৪০১৪ এবং একই তালিকাভুক্ত দেড় কিলোমিটার খোজাখালী সড়কের আইডি নম্বর ১৮৮৯৪৪০৬৩। অপর সড়ক শহরিয়ারপুর থেকে আঙ্গারু বাজার (হাট) পর্যন্ত তিন কিলোমিটার গ্রাম্য সড়ক বি তালিকাভুক্ত। আইডি নম্বর ১৮৮৯৪৫০১৫ বলে জানা গেছে।

উপজেলা আন্তঃ ইউনিয়ন আঙ্গারু ধামাইলকান্দি অত্যান্ত গুরুত্বপূর্ন সড়ক বলে এলাকার খোজাখালী, ভয়নগর, শহরিয়ারপুর, আঙ্গারু, জগজীবনপুর এলাকার বসতিরা চলাচল করে থাকে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাঁচা সড়ক পথের বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে। শহরিয়ারপুর একটি খালের উপর নির্মিত ব্রীজের এক পথের ঢালু হয়ে বেশ করে করেই উঠা নামা করতে হয়। আরেকটি ব্রীজের কাছাকাছি সড়কটি ধ্বসে গেছে। খোজাখালী ও শহরিয়ারপুর গ্রামে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁচা সড়ক পথে বাড়ি থেকে আসা যাওয়া করে। বৃষ্টি হলে চলাচলে বেশ দূর্ভোগ পোহাতে হয়। এ সড়কে যাত্রীবাহি ভ্যান, রিক্সা কিংবা অন্য কোন যানবাহন চলাচল করে না। দুই একটি বাহনে মালামাল বহন করা হলেও তা বেশ দূর্ভোগে করা হয়। এলাকাবাসীরা জানায়, পায়ে হেঁটে তারা বিভিন্ন এলাকায় আসা যাওয়া করেন।

শহরিয়ারপুর গ্রামের মোঃ রাসেদ সহ একাধিক ব্যাক্তি জানায়, এলাকার গ্রাম গুলো বহু সংখ্যক শিক্ষার্থী ধামাইলকান্দি সহ অন্য এলাকায় পড়ালেখা বাড়ি থেকে নিয়মিত যায়। বিভিন্ন পেশার সাধারণ লোকজন অন্য এলাকায় যেতে হয়। এরা সবাইকে কাঁচা সড়ক পথে বেশ দূর্ভোগ আর ভোগান্তির মাঝে পায়ে হেঁটেই চলাচল করেন। আঙ্গারু গ্রামের নজরুল ইসলাম জানান, আন্তঃ ইউনিয়ন সড়ক পথটি অত্যান্ত গুরুত্বপূর্ন হলেও আজও পাকাকরণ না করায় সড়কে চলাচল করা বেশ কষ্ট করতে হয়। সলংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজনু মিয়া বলেন, সড়ক দুটি পাকাকরণে কম দূরত্বে আন্তঃ ইউনিয়ন সহজ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

উপজেলা প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন জানান, অনেক আগে থেকেই দুটি ক্যাটাগরিতে এ সড়ক পথ এলজিইডি’র তালিকাভুক্ত হয়েছে। পরিকল্পনা রয়েছে পাকাকরণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরণ। তার বিভাগ থেকে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক দুটি পাকাকরণে জোরালো উদ্যোগ নেয়া হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর