রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ঢাকা-বরিশাল মহাসড়কে কোস্টগার্ডের ট্রাকের ধাক্কায় গৌরনদী থানা পুলিশের পিকআপের সম্মখের অংশ দুমড়ে মুচড়ে উপ-পুলিশ পরিদর্শকসহ থানা পুলিশের চারজন সদস্য আহত হয়েছে। আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে গৌরনদীর তাঁরাকুপি এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, রাতে টহল দেয়ার জন্য থানা পুলিশের পিকআপটি উপজেলার ভূরঘাটা এলাকায় যাচ্ছিলো। পথিমধ্যে বরিশালগামী কোস্টগার্ডের একটি ট্রাক (ঢাকা মেট্রো-অ ১১-৪৮৩৫) তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের ডান অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপের মধ্যে থাকা এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম, পিকআপ চালক কনস্টেবল আব্দুর রহমান, কনেস্টবল মোঃ রিয়াজুল ইসলাম গুরুতর আহত হয়।
আহত পুলিশ সদস্যদের প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় গৌরনদী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
CBALO/আপন ইসলাম