রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

ই-পেপার

পুরান ঢাকার ঐতিহ্য বাহী উৎসব সাকরাইন জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হলো

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১, ৩:০২ অপরাহ্ণ

অমিত হাসান হৃদয়, ঢাকা জেলা প্রতিনিধি:

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। সারাদিন ঘুড়ি উড়ানোব পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে !! পৌষ সংক্রান্তি বা মকরসংক্রান্তি বলে যে উৎসব দক্ষিণ এশিয়ায় পালিত হয় তারই ঢাকাইয়া নাম সাকরাইন। সাকরাইন উৎসবে যোগ হয়েছে ডিজিটাল অনুষঙ্গ_ ডিজে নাচ, প্রজেক্টর আর হাজার পাওয়ারের সাউন্ড সিস্টেম।

আজ থেকে প্রায় ২০০ শত বছর ধরে চলে আসছে এই রীতি। তবে এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অনুমোদন দেওয়ায় সব বারের চাইতে এই বার ছিল একটু ভিন্ন আয়োজন ও জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হলো এই ঘুড়ি উৎসব এর আয়োজন। সাকরাইনে সারাদিন ঘুড়ি উড়িয়ে সন্ধ্যায় আগুন খেলা দিয়ে সাকরাইন বিদায় দেওয়া পুরনো প্রচলন। একজন মুখে কেরোসিন নিয়ে মুখের সামনে আগুনের মশাল ধরে, ফুঁ দিয়ে কেরোসিন আগুনের মশালে নিক্ষেপের ফলে আগুনের দলার সৃষ্টি হয় এটাই আগুন গোলা এর মধ্যে দিয়ে শেষ হয় এই আয়োজন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর