সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার মধুপুর গাঙ্গাইরের বোমা বাসস্ট্যান্ড এলাকায় রাজু আহমেদ খান (২৮) নামের এক যুবক ট্রাকের চাপায় নিহত হয়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে ট্রাকের চাপায় ঐ মোটরসাইকেল চালক (রাজু) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রাজু আহমেদ খান মধুপুর উপজেলার মাইজবাড়ী গ্রামের বাসিন্দা ও আসাদুজ্জামান আসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, “বেকারকোনা বোমা বাসটেন্ডে এক বিকট শব্দ শুনতে পেলে দৌড়ে গিয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পাই।”
আরও জানা যায়, মোটরসাইকেল চালক বাইরোড হতে মেইন রোডে উঠতেই একটি দ্রুতগামী ট্রাক তার উপর দিয়ে চলে যায়।
মধুপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
CBALO/আপন ইসলাম