মাহমুদুল হাসান চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর(ডিডিএম) এর আযোজনে কুরকি গ্রামে গুচ্ছগ্রাম আশ্রয়ণ-২ প্রকল্পের ১০টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ঘর পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার(রাজস্ব) ড. মোঃ আব্দুল মান্নান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি প্রতিটি ঘর ও জমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্বান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামে ১০টি দুর্যোগ সহনীয় ঘর ও জমিহীন পরিবারকে আধাপাকা টিন-শেড ঘর নির্মাণ ঘর(গুচ্ছগ্রাম) পরিদর্শন করলেন, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) ড. মোঃ আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা ভুমি অফিসের নায়েব,সারর্বিয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে তিনি ইউনিয়ন ভুমি ও উপজেলা ভুমি অফিস পরিদশনে বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করেন।
CBALO/আপন ইসলাম