মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা নিজ ইউনিয়নে হাটা চলা করতে পারেন না এমন বেশ ক’জন দরিদ্রদের বাড়ী গিয়ে শীতবস্ত্র কম্বল তুলে দিয়েছেন। এর আগে বেলা এগারোটায় ইউনিয়ন পরিষদ চত্ত¡র থেকে ইউনিয়নের দরিদ্র অসহায় ১শ পরিবারের মাঝে প্যাকেট জাত শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন। একই সময়ে দরিদ্র অসহায়দের মাঝে বিতরণ করেন ৬০ পিচ কম্বল। এ বিতরণ কালে ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা জানান তিনি জানতে পারেন যে তার ইউনিয়ন এলাকায় বেশ ক’জন দরিদ্র অসহায় পরিবার প্রধান বয়সের কারণে পরিষদে এসে তাদের পক্ষে কম্বল নেওয়া সম্ভব নয়। এ খবর পেয়ে তিনি নিজেই তাদের বাড়ী বাড়ী গিয়ে কম্বল দিয়েছেন।
CBALO/আপন ইসলাম