মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বনের পাখিদের নিরাপদ আশ্রয়ে সলপ ইউনিয়নের বিভিন্ন গাছে ২শ ১৫ টি মাটির হাড়ি (পাতিল) বেধে দেওয়া হয়েছে। গতকাল শনিবার গ্রামের বড় ধরনের গাছের ডালে হাড়ি গুলো বেধে দেওয়া হয়। সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের নিজ উদ্যোগে এটি করা হয়েছে। এর পিছনে তার নিজ অর্থ ব্যায় করেছেন। সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান প্রতিবেদককে বলেন বনের বিভিন্ন জাতের পাখিদের নিরাপদ বসবাস আশ্রয়ে তিনি উদ্যোগটি নেন। গাছের সুবিধা জনক জায়গায় হাড়িগুলো বেধে দেওয়া হয়েছে। পাখিরা নিরাপদ বসবাস আশ্রয়ে থাকলে দ্রুত ও সঠিকভাবে বংশবিস্তার হবে। তার ইউনিয়ন এলাকায় আরো হাড়ি বেধে দেওয়ার ইচ্ছার কথা জানান।
CBALO/আপন ইসলাম