বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):
ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝরে গেল কলেজ শিক্ষার্থী নুসরাত জাহানের জীবন প্রদীপ। দুটো গাড়ির সংঘর্ষে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) সকালের দিকে খাগড়াছড়ির আলুটিলার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।
নিহত কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান খাগড়াছড়ির মাটিরাঙ্গার ভুইয়াপাড়া এলাকার বাসিন্দা ও মাটিরাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারুনুর রশীদের মেয়ে। সে কলেজে ভর্তি হওয়ার জন্য মায়ের সঙ্গে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি আসছিল।
নিহত নুসরাত জাহান রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শের আলী ভূঁইয়ার নাতিন।
CBALO/আপন ইসলাম