মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন কৃষকেরা বছরের দ্বিতীয় প্রধান আবাদ সরিষা ফসলে। ভিটামিন জাতীয় ঔষধ ব্যবহার করছেন। কৃষকেরা জানায়, সরিষা ফসলে এখন ছিম এসেছে। এ সময় ভিটামিন জাতীয় ঔষধ দেওয়ায় সরিষার দানা পুষ্ট ও বিভিন্ন ক্ষতি থেকে ফসল রক্ষা হয়।
উপজেলা কৃষি অফিস সুত্রে, এবারের মৌসুমে গোটা উপজেলায় ১৮ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে সরিষা ফসলের আবাদ হয়েছে। উল্লাপাড়া অঞ্চলের কৃষকদের কাছে সরিষা ফসল এখন বছরের দ্বিতীয় প্রধান আবাদ হয়েছে। প্রধান আবাদ হলো ইরি বোরো ধান।
আজ শনিবার উল্লাপাড়ার পুর্ণিমাগাতী, কয়ড়া, বাঙ্গালা, সলঙ্গা ইউনিয়ন এলাকায় ঘুরে দেখা গেছে বিভিন্ন মাঠে কৃষকেরা সরিষা ফসলে ভিটামিন জাতীয় ঔষধ স্প্রে করছেন। কৃষকদের কেউ কেউ আবার ভিটামিন জাতীয় ঔষধের পাশাপাশি কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করছেন। একাধিক কৃষকের বক্তব্যে নিজেদের অভিজ্ঞতা থেকেই ফসলে এ ঔষধ ব্যবহার করছে।
উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল বলেন, বেশির ভাগ কৃষক তাদের বিভাগের পরামর্শ ছাড়া সরিষা ফসলে এ জাতীয় ঔষধ ব্যবহার করছেন। এবারের আবহাওয়া ভাল থাকায় সরিষা ফসল পুরোপুরি ভাল আছে। এখন ফসলে ছিম আসছে। প্রয়োজন হলে ছত্রাক নাশক ঔষধ ব্যবহার করা যেতে পারে।
CBALO/আপন ইসলাম