মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলার বোয়ালিয়া এলাকায় নগরবাড়ী মহাসড়কের একেবারে পাশ থেকে কাঁচা বাজার উচ্ছেদ করে দিয়েছে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দুপুরের দিকে উচ্ছেদ চালায়। নগরবাড়ী বগুড়া মহাসড়কের একেবারে পাশ ঘেষে অনেকদিন থেকে বোয়ালিয়া হাটবার রোববার ও বৃহস্পতিবার কাচা বাজার বসে আসছিল। এতে মহাসড়কের সেখানে দূর্ঘটনার আশংকা ছিল। এ বিষয়ে হাট কতর্ৃৃপক্ষকে একাধিকবার সতর্ক করলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। অবশেষে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সেখান থেকে কাচা বাজারটি উচ্ছেদ করে দেয়।
CBALO/আপন ইসলাম