জিয়াউল হক জিয়া চট্টগ্রাম ব্যুরো প্রধান:
কক্সবাজারের সদর উপজেলাধীন ভারুয়াখালী ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের সরকারী ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ৬ জানুয়ারি বুধবার বিকাল ছয়টার সময় আশ্রয়ন প্রকল্পের বাড়িতে আগুন লাগলে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে,রামু ফায়ার সার্ভিস কে খবর জানালে ডিফেন্স দ্রুত এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। সরজমিন থেকে দেখা যায়, কোন লোকজন হতাহত হয়নি তবে তাদের বাড়ি সহ সকল ধরনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কক্সবাজার সদরের উপজেলা নির্বাহি অফিসার ও এসিল্যন্ড মহোদয় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন,তাদের সাথে ছিলেন ভারুয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার, ৯ নাম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুল হক এবং আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন,
ওই সময় ক্ষতিগ্রস্তদের মাঝে যৌথভাবে উপজেলা নির্বাহি অফিসার ও এসিল্যন্ড মহোদয় ২০০০ নগত টাকা, তিনটি কম্বল প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি কাটুন, বিতরণ করেন, এবং চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার এ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ব্যক্তিগতভাবে চাল বিতরণ করেন। রামু ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স,সাব- অফিসার মোহাম্মদ আনিসুর রহমান জানাই আগুনের সূত্রপাত কোথায় থেকে হইছে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তা তদন্ত সহকারে সাবক্ষয়ক্ষতির আগুনের সূত্রপাত জানানো হবে। উপজেলা নির্বাহি অফিসার । আশ্রয়ন প্রকল্পে ব্রাক এর ১০ বাড়ির ক্ষয়ক্ষতির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।
CBALO/আপন ইসলাম