শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

বাবার পেনশনের টাকা নিয়ে মায়ের কাছে পৌছাতে পারলো না ব্যাংকার হিমু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ণ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
বাবার পেনশনের টাকা নিয়ে মায়ের কাছে পৌছাতে পারলো না ব্যাংকার হিমু।ঝালকাঠি- পিরোজপুর মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে সোমবার বিকাল ৪টায় এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন আল-আরাফা ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার কর্মকর্তা কামরুল ইসলাম হিমু। ঝালকাঠির ব্যাংক থেকে বাবার পেনশনের টাকা উত্তোলন করে নিজের মোটর সাইকেল চালিয়ে রাজাপুরে মায়ের কাছে রওয়ানা হলে পথিমধ্যে এ দূর্ঘটনার শিকার হন।
   নিহতের আত্মীয় লিপু জানায়, হিমুর বাবা সেটেলমেন্ট অফিসের অব:প্রাপ্ত মুজাম্মেল খন্দকারের পেনশনের টাকা নিয়ে রাজাপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে পেছন থেকে আসা পন্যবাহী ট্রাক তাদের মটোরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর ছিটকে পরে হিমু ঘটনাস্থলেই প্রান হারায়।
     প্রত্যক্ষদর্শীরা কয়েকজন জানায়, দুর্ঘটনার শব্দ পেয়ে লোকজন ছুটে এসে ঘটনাস্থলে রাস্তায় দু’জনকে পরে থাকতে দেখেন। এর মধ্যে রানা নামের একজনের প্রান আছে দেখে আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কিভাবে হয়েছে তা কেউ না দেখলেও ঐ সময় একটি ট্রাককে ছত্রকান্দা থেকে রাজাপুরের দিকে দ্রুতো গতিতে চলে যেতে দেখা গেছে।
   সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান জানান, নিহতের মাথায়আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটির সন্ধান পেতে পুলিশী তদন্ত চলছে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর