সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর বদলাই পাড়ার মাটি কাটার পয়েন্ট থেকে মাটি ব্যবসায়ীদের মাটি বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৩২-৫০) চাকার পিষ্ট হয়ে একজন আহত হয়েছেন।
সোমবার (০৪ জানুয়ারি) মধ্যাহ্নে মধুপুরের পিরোজপুর বাজারের বাকী বিল্লার ছেলে ইলেকট্রিক জ্বালাই মিস্ত্রী ইমরান হোসেন (২২) এর ডান পায়ের উপর দিয়ে ট্রাকটি গিয়ে পা ভেঙ্গে যায়৷ এতে গুরুতর অবস্থায় স্থানীয়রা মধুপুর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার আরও অবনতি হওয়ায় ময়মনসিংহ হাসপাতালে রের্ফাড করা হয়েছে।
ট্রাকচালককে ও ট্রাকটি স্থানীয় জনগণেরা আটক করে শহিদুল ইসলামের বাড়িতে হেফাজতে রাখেন। এরপরে সন্ধ্যায় অরনখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ এসে স্থানীয় জনতাকে সান্তনা বানী দিয়ে ট্রাক ও চালককে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
আর এসময় মধুপুর ট্রাক শ্রমিকের সাধারণ সম্পাদক হিরামিয়া ও কুড়াগাছা ইউপি সদস্য শফিকুল ইসলাম (বাবু) সহ গনমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম