মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে শিবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী এস নজরুল ইসলামের নির্বাচনী প্রচার সভা হয়েছে। বিকেলে এ সভায় ভোটারদের মাঝে ভোট চেয়ে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মাহবুব সরোয়ার বকুল, শফিউল আলম হেভেন প্রমুখ। এ ছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকায় সাধারন ভোটারদের মাঝে নৌকা মার্কা প্রার্থীর পক্ষে প্রচারণা ও ভোট চাওয়া হয়। আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
CBALO/আপন ইসলাম