মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় রোমান জুটমিলের কর্মকর্তাদের অসচেতনতার কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। জুটমিলের বর্জ নির্ধারিত স্থানে না ফেলে সেটা যশোর খুলনা মহাসড়কের পাশে রেখে আগুন জ্বালিয়ে পুড়ানো হয়। এসময় আগুন থেকে অতিরিক্ত ধোঁয়ার সৃষ্টি হয় যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়। আনুমানিক দুপুর পনে তিনটায় যশোর খুলনা মহা সড়কের প্রেমবাগ রোমান জুট মিলের সামনে হানিফ পরিবহন ঢাকা মে:-ব ১৫-২৬১৯ এর সাথে বিপরিত দিক থেকে আসা নয়নমনি পরিবহন ঢাকা মে:-ব ১৪-১৭২১ মুখোমুখি সংর্ঘস হয়। এতে দুই পরিবহনের চালক নূরইসলাম (৫০) ও মিন্টু (৫১) এবং বাসে থাকা যাত্রী নিলুফা সহ অন্যান্য যাত্রী আহত হয়। এসময় স্থানীয় জনগণ নওয়াপাড়া ফাইয়ার ষ্টেশনে খবর দিলে ফাইয়ার সার্ভিস ষ্টেশন এর একদল উদ্ধার কর্মী ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান নওয়াপাড়া ফাইয়ার সার্ভির পরিচালক।
CBALO/আপন ইসলাম