সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে দ্বিতীয় ধাপের আসন্ন পৌরসভা নির্বাচন কে সামনে রেখে সিরাজগঞ্জ সদর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মামুনুর রশীদ মামুনের বিরুদ্ধে ভোট চাইতে গিয়ে প্রতিপক্ষের সমর্থনকারী নারীদের মারধরের অভিযোগ উঠেছে। একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলুল হক ফজলুর সমর্থনকারী পুরান ভাঙ্গাবাড়ি এলাকার আসমান শেখের ছেলে কামর“ল হাসান লিটন শনিবার (২ জানুয়ারি) রাতে সাংবাদিকদের নিকট এই অভিযোগ করেন।
কামরুল হাসান লিটন অভিযোগ করে বলেন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মামুনুর রশীদ মামুন সদর থানারোড এলাকায় তার প্রতীক উটপাখি মার্কায় ভোট চাইতে আসলে অত্র এলাকার আল-আমিনের স্ত্রী খুকি (৩৫), একই এলাকার কাঞ্চনের স্ত্রী মুন্নি (৩৩), তালেবের স্ত্রী লিতা (৪৮), ভুট্টুর স্ত্রী লিপি (৪০) খোকনের স্ত্রী কোহিনূর (৫৫) তার প্রতিদ্বন্দী কবোর্ড প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থী মোঃ ফজলুল হক ফজলুকে ভোট দিবেন বললে মামুন সহ তার ভাই ফার“ক, বারেক সহ অনেকেই তাদেরকে মাটিতে ফেলে এলোপাতাড়ি লাথ্যি মারতে থাকেন। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গাবাড়ি নতুন বউ বাজার এলাকার সেমাই মিল সংলগ্ন আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। এদের মধ্যে খুকি (৩৫) বেশি আহত হন। তারা সবাই এখন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ইমারজেন্সিতে দায়িত্বরত ডাঃ ফয়সাল আহমেদ বলেন, কাটা ফাটা না থাকলেও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে। তবে তিনি আশংকামুক্ত।
এবিষয়ে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক ফজলু বলেন, একজন কাউন্সিলর প্রার্থী হয়ে মা বোনদের উপরে হামলা ও মারধর খুবই নিন্দনীয়। নির্বাচনে আমার ভালো পজিশন থাকায় তারা যখন দেখছেন জিততে পারবেনা তাই পরিকল্পিতভাবে এই হামলা করেছে। শুধু তাই নয়, গতকালও আমার সমর্থকদের উপরে হামলা করা হয়েছিল ও আমার নির্বাচনী পোস্টারও ছিনিয়ে নিয়ে ছিড়ে দেয়া হয়েছে। আমি আজ রাত ৮টার দিকে থানা পুলিশকে বিষয়টি অবগত করতে যাবারকালে মামুন ও তার তিন ভাই সহ তার সন্ত্রাসী বাহিনী আমাকে থানা গেইটে হামলা করে। আমি শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাসী। আমার আইনশৃক্সখলা বাহিনীর প্রতি আহবান থাকবে এর সঠিক তদন্ত পূর্বক ব্যাবস্থা নিতে।
এবিষয়ে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী মোঃ মামুনুর রশীদ মামুন বলেন, এটা সম্পুর্ন মিথ্যা অভিযোগ।আমার পজিশন ভালো থাকায় তারা পরিকল্পিতভাবে নিজেরাই নিজেদের উপরে হামলা করে আমাকে ফাসানোর চেষ্টা করছে।
CBALO/আপন ইসলাম