কামরুজ্জামান কানু,জামালপুর:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ট্রাকচাপায় ফরিদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর বিকালে ওই ইউনিয়নের বাঘারচর বাজারের দক্ষিণ পাশে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী একই ইউনিয়নের উত্তর গোয়ালকান্দা গ্রামের শুক্কুর আলীর স্ত্রী।
-জানাগেছে, ২৯ ডিসেম্বর বিকেলে ফরিদা বেগম তার স্বামীর সাথে ভ্যানযোগে বাঘারচর বাজারে যাচ্ছিলেন। স্থানীয় আসমাউলের বাড়ির সামনে পৌঁছালে মাটিভর্তি একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ফরিদা বেগম ছিটকে ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।তার স্বামী শুক্কর আলীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে স্থানীয় লোকজন আসার আগেই ট্রাকটির চালক ট্রাক রেখে পালিয়ে গেছে। বিষয়টি সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে দায়িত্বরত অফিসার ইনচার্জ জোয়াহের হোসেন খান তার পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনা স্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য থানার হেফাজতে নিয়ে যান এবং গাড়িটিও পুলিশের হেফাজতে রাখাহয়।
CBALO/আপন ইসলাম