চাটমোহর প্রতিনিধিঃ
চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসন স্বপন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ মোড়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চাটমোহর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রাজ আলী বাদি হয়ে বেলাল হোসেন স্বপন কে আসামী করে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।
পাবনা ডিবি পুলিশের ওসি তোজাম্মেল হক জানান, বেলাল হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলার আসামী হিসেবে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, বেলাল হোসেন স্বপন শুক্রবার তার ফেসবুক ওয়ালে কাউন্সিলর রাজ আলীকে নিয়ে একটি মেয়ে ঘটিত বিষয়ে উড়ো চিঠি নিয়ে পোস্ট দেন। এ ঘটনায় রাজ আলী বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।