সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কুড়ালিয়ার বাগবাড়ি গ্রামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বিষপানে নিহত হয়েছেন নুরুল ইসলামের ছেলে আনোয়ার (৩৫)।
আনোয়ারের পারিবারিক সূত্রে জানা যায়, “গত ২৪ শে ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত দশটায় সবার অজান্তে ঘাস মারা বিষ পান করে রাতে ঘুমিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর চিৎকার করে বলতে থাকেন তিনি বিষপান করেছেন। সাথে সাথে প্রথমে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অবস্থার অবনতি ঘটলে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত তিনটায় তিনি মৃত্যুবরণ করেন।”
এলাকাবাসীরা জানান, “তিনি দীর্ঘদিন যাবৎ আনারসের ব্যবসা করে আসছিলেন। কিন্ত করোনার কারনে তার ব্যবসায় ধস নেমে আসে এবং ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের বারবার তাগাদার কারনেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তার পরিবারের লোকজন ধারণা করছেন।”
আর এ ব্যপারে মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন তার পরিবার।