শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

ই-পেপার

চৌহালীতে মুজিববর্ষের দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ৪:০৬ অপরাহ্ণ

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি প্রতিটি ঘর ও জমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্বান্ত নিয়েছে সরকার।  তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার  কাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামে ১০টি দুর্যোগ সহনীয় ঘর ও জমিহীন পরিবারকে আধাপাকা টিন-শেড ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চ থেকে আগামী ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে সরকার মুজিববর্ষ ঘোষণা করে। এই সময়ের মধ্যেই এসব ঘর নির্মাণ কাজ শেষ করতে চায় সরকার।
জানা গেছে, সরকারের তিনটি কর্মসূচির আওতায় দেশের ভূমিহীন ঠিকানাহীন মানুষদের ঘর তৈরি করে দেওয়ার কাজ করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্প। ভূমি মন্ত্রণালয়ের আওতায় গুচ্ছগ্রাম প্রকল্প ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২। এর বাইরে আমার বাড়ি, আমার খামার প্রকল্পও রয়েছে। তবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা যৌথভাবে গৃহহীনদের জন্য নেওয়া এই প্রকল্প বাস্তবায়ন করবে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর(ডিডিএম) এর আযোজনে কুরকি গ্রামে গুচ্ছগ্রাম আশ্রয়ণ-২ প্রকল্পের উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি( ভার,) ইউএনও মোঃ মাহিদ আল হাসান, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,সরকারি কলেজের (ভার,)অধ্যক্ষ আঃ মান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ হজরত আলী মাষ্টার, উপসহকারি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম. খাসকাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান শহিদ, সাবেক অধ্যক্ষ আলহাজ মাও মো, আশরাফ আলী প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তর প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া জানান, উপজেলার প্রত্যেক ভূমিহীন পরিবারকে ২ শতাংশ জায়গার উপর দ’ুটি শোবার ঘর, একটি বারান্দা, একটি রান্নাঘর ও একটি বাথরুমসহ ঘর করে দেওয়া হবে। আর যাদের জায়গা আছে, ঘর নেই তাদেরও একই ধরনের ঘর করে দেওয়া হবে। উপরে রঙিন টিন এবং নিচে পাকা অর্থাৎ আধা-পাকা প্রত্যেকটি ঘরের জন্য সরকার বরাদ্দ রেখেছে ১ লাখ ৭১ হাজার টাকা। নির্দেশনায় বলা আছে, সরকারের খাষজমিতে ভূমিহীনদের জন্য বাড়ি করা হবে। তবে কোনো এলাকায় খাষজমি পাওয়া না গেলে সেখানে প্রয়োজনে জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসক এ প্রকল্প বাস্তবায়ন করবেন।
চৌহালী উপজেলা সহকারি কমিশনার ভুমি ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মাহিদ আল হাসান জানান, দেশের একটি মানুষও গৃহহীন থাকবেন না। এমন ব্রত নিয়েই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছি। গৃহহীনকে ঘর করে দেওয়ার বেশ কয়েকটি প্রকল্পের বাইরে এটি একটি প্রকল্প, যা প্রধানমন্ত্রীর নির্দেশে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী চান দেশে কোনও মানুষ গৃহহীন থাকবে না। সবার মাথা গোঁজার ঠাঁই হবে। এ প্রকল্পের কাজ আগামী জানুয়ারী মাসের মধ্যেই শেষ হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার জানান, সরকার ২০১৬ সালে জেলা প্রশাসকদের মাধ্যমে কোন জেলায় কতজন ভূমিহীন, গৃহহীন ও জমি আছে ঘর নেই, এমন মানুষের তালিকা তৈরি করে তাদের বাসগৃহ নির্মাণ কাজ শেষ করে ঘর ও জমির দলিল সময়মত বুঝে দেওয়া হবে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর