মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে রোববার (২০ ডিসেম্বর) বিকালে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন অফিসার মাসুদ রানার নিকট মনোনয়ন পত্র জমা দেন মেয়র এস এম নজরুল ইসলাম। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র এস এম নজরুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফি), উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন আহব্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, পৌর প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজ তালুকদার সহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
নির্বাচন অফিসে মনোনয়ন জমাদান শেষে মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ, তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আশা করি উল্লাপাড়া পৌরবাসী সে মর্যাদা রাখবে। আর আমিও জনগণের মেয়র হয়ে বাকী উন্নয়নের কাজ করে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’ এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন।
১৬ জানুয়ারি ২০২১ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন কাউন্সিলর পদে ৬২ জনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।উল্লাপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পুরুষ ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
CBALO/আপন ইসলাম