ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ঈদের আনন্দ পৌঁছে যাক কুঁড়ঘর পযর্ন্ত। সাম্যের বন্ধনে ভ্রাতৃত্বের মিলন হোক ঈদ আনন্দে। মানবিক দৃষ্টিকোণ থেকে, যাকাত, ফিতরার বন্টন হোক যোগ্য ব্যাক্তির হাতে। সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ঈদ আনন্দ করি। আমার জন্মস্থান ৩নং নান্দাইল ইউনিয়ন সহ প্রিয় নান্দাইলবাসীর সকল শুভাকাঙ্ক্ষীকে ঈদ- উল – ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা।