মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

চলনবিলের আলোর সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা ‘‘ঈদ মোবারক’’

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২০, ৮:৪৫ অপরাহ্ণ

চলনবিলের আলো বার্তাকক্ষ:

ও মন রমজানের রোজার শেষে এলো  ‍খুশির ঈদ …. !  তুই আপনাকে আজ বিলিয়ে দে,. শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ. দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ. আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে…. !


ও চাঁদ তুমি কি খুশি নিয়ে এলে ? খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,তোমার জন্য ছিলো কত অপেক্ষা, তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা।

এবারের ঈদ এক অনাকাংখিত পরিস্থিতির মধ্যে উদযাপিত হচ্ছে। মহামারী করোনা আমাদের সকল আনন্দ কেড়ে নিয়েছে। সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতায় মসজিদে ঈদের নামাজ আদায় করতে হচ্ছে। এমন অবস্থায় না কোলাকুলি,না হাতে হাতে মিলানো কোনো কিছুই করা যাবেনা।

ঈদের আগের দিন রোববার করোনা সর্বোচ্চ হানা দিয়েছে এবং আটাশটি প্রাণ কেড়ে নিয়েছে। তারপরও সব রাহে লিল্লাহ। নিজ নিজ বাসায় থেকে ফোন, ম্যাসেন্জার ও ফেস বুকে ঈদের শুভেচ্ছা বিনিময় চলবে। বাড়িতে সামর্থ অনুযায়ী ভাল রান্না হবে ! তাই খেয়েই জমবে ঈদ আনন্দ।  প্রতিবেশি অভাবী একটি লোকও যেন অভুক্ত না থাকে তা খেয়াল রাখা ঈদেরই একটি মহৎ উদ্দেশ্য। ঈদের এই আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারি। সেই সাথে টিভির পর্দায় যত সব ঈদের অনুষ্ঠান দেখারও সুযোগ রয়েছে।

আমাদের এই করোনা পরিস্থিতিতে একটি কথা ভুলে গেলে চলবেনা যে,প্রত্যেকটি মানুষকে মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। লোভ -লালসা ভুলে প্রত্যেককে পরের তরে কাজ করতে হবে। ‘ভাল কাজের ফল ভাল ছাড়া আর কি বা হতে পারে’ ?  ঈদুল ফেতরে এই দোয়াই আমরা করবো রমজানে যে ত্যাগের শিক্ষা আমরা পেলাম তা যেন ভুলে না যাই।

আমরা এই পবিত্র দিনে সবার সুস্থ্যতা,অনাবিল সুখ-শান্তি ও মঙ্গল কামনা করি। সবার জীবনে এই ঈদ যেন সব সময় আনন্দ হয়েই ফিরে আসে। সেই সঙ্গে চলনবিলের আলোর সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর