মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনী সদস্যগণের জন্য “আইন-শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভুমিকা” শীর্ষক তিনদিনের প্রশিক্ষণ কোর্স আজ শনিবার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শুরু হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এলজি) এর আয়োজনে স্থানীয় অফিসার্স ক্লাবে সকাল নয়টায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ নাহিদ হাসান খান। প্রশিক্ষণ কোর্সে উপজেলার গ্রাম পুলিশগণ অংশ নেন।
CBALO/আপন ইসলাম