রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমোনা খাতুনের নামে প্রতিষ্ঠিত বরিশালের গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতালের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে কলেজের হলরুমে চিকিৎসা সেবা প্রদানপূর্বক বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মোঃ শাহজাহান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিতাই লাল চক্রবর্তী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডা. মণিষ চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ কেএম সাইদ মাহামুদ। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. শাহনাজ রুবীসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
CBALO/আপন ইসলাম