কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের সলঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কায় অভিযান চালিয়ে ভুরঙ্গামারী থেকে ঢাকাগামী আপেল পরিবহণ (ঢাকা-মেট্রো ব-১৪-৯১৪৩১) থেকে ১৬ কেজি গাঁজাসহ মতিউর রহমান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মতিউর রহমান রংপুর কোতোয়ালি থানার কুঠিপাড়া গ্রামের মৃত হামিজ আলীর ছেলে। আটককৃত মতিউর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সলঙ্গা থানায় মামলা হয়েছে।
CBALO/আপন ইসলাম