শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও প্রতিরোধে চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন , প্রতিবাদ ও প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ ও প্রতিরোধ সভায় প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ’র সঞ্চালনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বতে এতে বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা সমাজসেবা অফিসার মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ, উপজেলা (ভা:) পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াস উদ্দিন, চৌহালী সরকারি কলেজের (ভা:) অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা একাডেমি সুপারভাইজার খালেদ মাহমুদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য রোকনুজ্জামান (রকু) প্রমুখ। পরে সমাপনী বক্তব্যে ইউএনও মোছা: আফসানা ইয়াসমিন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও প্রতিরোধ জানিয়ে সেই সাথে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান ৷
CBALO/আপন ইসলাম