শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন আবু সাঈদ সুইট। গতকাল তার নিজের ফেসবুকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরে দঁাড়ানোর ঘোষনা দেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইদুর রহমান বাচ্চু বলেন, কেন সে বিএনপির পদ থেকে সরে দঁাড়ালেন তা আমি জানি না। তবে তার ফেসবুক ওয়াল থেকে তার সরে দঁাড়ানোর ঘোষনাটি দেখতে পেয়েছি। জেলা বিএনপির সুত্রে জানাগেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হামান মাহমুদ টুকু সম্পর্কে বিরুপ মন্তব্য করায় ছাত্রদল ও যুবদলের নেতার্কীদের তোপের মুখে পড়েন সুইট।
একারনে অভিমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন আবু সাঈদ সুইট। ফেসবুকে বিশেষ ঘোষনায় আবু সাঈদ সুইট উল্লেখ করেন, আমি মোঃ আবু সাঈদ সুইট, পিতা মৃত হাজী মোঃ আব্দুস সালাম (জাগ দলের প্রতিষ্ঠাকালীন সদস্য)। আমি সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে প্রায় ১৬ বছর দায়িত্ব পালন করেছি। বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি।
যেকোনো কারণবশত আমি আজ থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালাম। অনুরোধ রইলো, আমার এই সিদ্ধান্তের পেছনের কারণ আমার দলীয় শুভাকাঙ্খীরা দয়া করে কেউ জানতে চাইবেন না। সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।