মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা আবাদের সময় দেশের বিভিন্ন এলাকা থেকে মৌ খামারীরা আসতে শুরু করেছে। সরিষা ফসলের আবাদি মাঠ গুলোয় মধু সংগ্রহের জন্য মৌ বক্স বসানো হচ্ছে। সরিষা ফুল থেকে মধু উৎপাদনে উল্লাপাড়া গোটা দেশের মধ্যে পরিচিতি পেয়েছে উল্লাপাড়া উপজেলা। মৌ খামার নিয়ে খুলনা, সাতক্ষীরা, মাগুড়া, নাটোর, দিনাজপুরসহ আরো ক’টি এলাকা থেকে মৌ খামার নিয়ে খামারীরা এখানে আসেন।
উল্লাপাড়ার প্রায় সব মাঠেই সরিষা ফসলের আবাদ হয়েছে। অতি আগাম করে আবাদ করা সরিষা ফসলে ফুল আসতে শুরু করেছে। সরিষা ফুল থেকে মধু সংগ্রহে উল্লাপাড়ার ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা খামার মিলে প্রায় দুই’শ মৌ খামার বসে।
শনিবার দুপুরে সরেজমিনে মানিকদহ এলাকায় গিয়ে দেখা গেছে, সরিষা ফসলের আবাদি মাঠে মৌ খামার বসানো হয়েছে। গত বৃহস্পতিবার দিনাজপুরের ভাই ভাই আদর্শ মৌ খামার এখানে এসেছে। পাশাপাশি দু’টি মাঠে ৩শ ৭০ মৌ বক্স বসানো হয়েছে। এখামারের মিনারুল ইসলাম জানান, গত বছর তিনেক হলো তারা উল্লাপাড়ায় মৌ খামার আসেন। এখামার থেকে মধু উৎপাদন লক্ষ্যমাত্রা ৯০ থেকে ১শ মণ বলে জানান।
উল্লাপাড়া উপজেলা মৌ চাষী মালিক সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন বলেন, উল্লাপাড়ায় প্রায় ১শ মৌ খামার রয়েছে। এরা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা খামার গুলো মিলে প্রায় আড়াই’শ মৌ খামার বসে। এবারেও খামার সংখ্যা কমের চেয়ে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। উল্লাপাড়ার মৌ খামার গুলো থেকে ২শ থেকে সোয়া ২শ টন বেশি মধু উৎপাদন লক্ষ্যমাত্রা কথা তিনি আরো জানান। এখানকার উৎপাদিত মধু বিভিন্ন কোম্পানীর সাথে পাইকারী বিক্রি করা হয়ে থাকে।
CBALO/আপন ইসলাম