কে,এম আল আমিন :
সিরাজগন্জের উল্লাপাড়া উপজেলার প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়। বড়হর ইউনিয়নের অত্যন্ত পল্লী এলাকায় তৎকালিন দানশীল ভুমিদাতাদের মাধ্যমে ১৯৬৬ সালে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। ২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন বর্তমান কর্মরত প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালূকদার। অত্যন্ত পরিশ্রমী, সৎ,কর্মঠ ও বিনয়ী প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মন্ডলী,ম্যানেজিং কমিটির তদারকি ও এলাকার হিতৈষী ব্যক্তিবর্গের সহযোগীতার দ্বারা প্রতিষ্ঠানটি অদ্যাবধি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। প্রতি বছরই জেএসসি এবং এসএসসির ফলাফলে উপজেলার মধ্যে সন্তোষজনক অবস্থানে রয়েছে।
শিক্ষার পাশাপাশি খেলাধুলা,সংস্কৃতি ও অন্যান্য প্রতিযোগীতায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্বের দাবীদ্বার বলে পরিচিত। পবিত্র মাহে রমজানের একমাস সিয়াম সাধনার পর উদযাপিত হবে ঈদুল ফিতর। তাই তিনি তার প্রতিষ্ঠানের সকল শিক্ষক,কর্মচারী, মানুষ গড়ার কারিগর উপজেলার সকল শিক্ষক মন্ডলী সহ সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়িতে মনোযোগ দিয়ে পড়ার জন্য তদারকি ও কঠোর নির্দেশ প্রদানের জন্য অভিভাবকদের অনুরোধ করেন তিনি।
সেইসাথে তিনি দু:খের সহিত বলেন,দেশে মহামারী করোনার এই ক্লান্তি লগ্নে সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন সংগঠন,এনজিও সংস্থা ও বিত্তবানদের নিজ নিজ এলাকায় এই মুহুর্তে কর্মহীন ও অভাবীদের পাশে দাঁড়ানোর উদাত্ব আহবান জানান। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং হাট- বাজার,রাস্তায় অহেতুক ঘোরাফেরা না করে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকারও অনুরোধ করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজে শুধু বাইরে চলাচল,সাবান দিয়ে বারবার হাত ধোয়া,মুখে মাস্ক, হাতে হ্যান্ড গ্লোভস্ ব্যবহার করার কথাও বলেন তিনি। প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি পেতে তিনি সর্বদা মহান আল্লাহ পাকের অশেষ রহমত ও সকলের সহযোগীতা কামনা করেন।