মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেছেন, মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমার পাশে যদি ছাত্রলীগ যুবলীগ না থাকতো তাহলে আমার একার পক্ষে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হতো না। শুধু করোনা ভাইরাস পরিস্থিতিই নয় বিগত দিনে যত প্রাকৃতিক দুর্যোগ এসেছে সেই কঠিন বিপদ মুহুর্তে আমার পাশে ছাত্রলীগ-যুবলীগ ছিল বলেই আমি করোনা সহ সবগুলো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
পৌর মেয়র বলেন, ছাত্রলীগ-যুবলীগ হলো আওয়ামীলীগের প্রাণ। আওয়ামীলীগের সামনের কাতারের সৈনিক। বঙ্গবন্ধুর আর্দশকে যারা ধারন করেন লালন করেন সেই ছাত্রলীগ-যুবলীগের মাধ্যমে কখনো অন্যায় কিছু করা সম্ভব হয় না। ছাত্র-যুবলীগ সবসময় ন্যায়ের পক্ষে কাজ করেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় করেছে। এখন করে যাচ্ছে। পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র বলেন,২০১৫ সালে নৌকার মনোনীত প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে সিংড়া পৌর সভার ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে মেয়র র্নিবাচিত হয়েছিলাম এবং সেই থেকে আপনাদের সেবক হিসাবে কাজ করে আসছি। আপনারা যদি মনে করেন বিগত ৫ বছরে আমি আপনাদের সেবক হিসাবে সেবা করতে পেরেছি। আমার দ্বারা যদি পৌর আওয়ামীলীগ ও পৌরবাসী নিরাপদ হয়।
আমার অভিভাবক প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি সহ আপনার যদি আমাকে পৌর সভার নিরাপদ সেবক মনে করেন তাহলে আপনারা আমার মনোনয়নের জন্য সুপারিশ করবেন। আমি নৌকার মনোনয় পেলে বিগত দিনের মত বিপদে আপদে যে কোন সংকটে ঝাপিয়ে পড়বো। আর যদি মনোনয়ন না পাই তাহলে নৌকার মনোনয়ন যে পাবে তার হয়ে কাজ করবো। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফ ও পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুব আলম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্নসাধারণ সম্পাদক জাকারিয়া মিঠু।
CBALO/আপন ইসলাম