মুহাইমিনুল হৃদয়,টাঙ্গাইল:
ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসীতে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন স্থানীয় মুসলিম তাওহিদী জনতা। শুক্রবার (০৬ নভেম্বর) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে সর্বস্থরের মুসলিম জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এসে একত্রিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি গোবিন্দাসীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে বর্জনসহ সরকারকে কুটনৈতিক সম্পর্ক বাতিলের আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন- গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার, ভূঞাপুর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আসাদুল ইসলাম শামীম, গোবিন্দাসী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুনজুরুল হাসান, খানুরবাড়ী ঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, গোবিন্দাসী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম, কুকাদাইর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বেলাল হোসেন, মুফতি জুনায়েদ আহমেদ, মাওলানা আকবর হোসেন প্রমুখ।
CBALO/আপন ইসলাম