২৬ নভেম্বর ২০২৫, বুধবার সন্ধ্যার পর বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাগজপুকুরে সামাজিক সম্পর্ক উন্নয়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাগজ পুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ এয়াকুব আলী। প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
তার বক্তৃতায় তিনি বলেন, বেনাপোল বন্দর দেশের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান। এই বন্দরকে আধুনিক ও যুগোপযোগী রূপে গড়ে তুলতে হলে সুপরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। শার্শা সীমান্ত অঞ্চলের তরুণদের মেধা ও শক্তিই হতে পারে এই এলাকার সবচেয়ে বড় সম্পদ। কিন্তু হতাশার বিষয়—অনেক যুবক কর্মসংস্থানের অভাবে ভুল পথে চলে যাচ্ছে। আমরা ক্ষমতায় এলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও বিভিন্ন শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে তাদের জন্য সঠিক পথে এগিয়ে যাওয়ার বাস্তব সুযোগ তৈরি করবো। এই এলাকার প্রতিটি যুবককে আমরা কর্মক্ষম ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি মানুষের আশা, উন্নয়নের অঙ্গীকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। এই এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা আগামী নির্বাচনে বিজয়ী হব ইনশাআল্লাহ। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সবার ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কাগজপুকুরের উঠান বৈঠকটি প্রাণবন্ত ও উজ্জীবিত পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ ।
বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু সহ-সভাপতি ইদ্রিস মালেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম শার্শা উপজেলা বিএনপি বেনাপোল পৌর বিএনপির বেনাপোল পৌর যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।