বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:০০ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ মাঠে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা ভেটেরিনারি অফিসার অর্জুন দেবনাথের সঞ্চালনায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ডেইরি ফার্ম, প্রাণিসম্পদ উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় ২৩টি স্টলে আধুনিক প্রযুক্তির আল্ট্রাসনোগ্রাফি, খড় ও ঘাস কাটার মেশিন, নানা রোগবালাই দমনের ঔষধ, উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস-মুরগি ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোর্শেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা সৌরভ দেবনাথ এবং কৃষি ব্যাংক ম্যানেজার আবু সাইদ আরাফাত।
বক্তারা প্রাণিসম্পদ খাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ইভেন্টটি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গোপালপুরবাসীর মাঝে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর