শেখ আলী আকবার সম্রাট:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে অভয়নগর থানা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ বিকালে নওয়াপাড়া কাঁচা বাজার মসজিদে মরহুম নেতার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওয়াপাড়া কলেজ ছাত্র-দলের আহ্বায়ক তাওহীদ আল ওসামার সভাপতিত্বে, দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অভয়নগর থানা ছাত্র-দলের সাবেক সভাপতি ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান (হাবিব) অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মুরার,সাইফুল ইসলাম অনিক, পৌর যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, মোঃ সাগর শেখ মোঃ সোহাগ হোসেন,
যশোর জেলা ছাত্র-দলের সাবেক জাকির হোসেন,সমাজ সেবা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অভয়নগর থানা ছাত্র-দলের সাবেক সহ সভাপতি মাসুদ রানা তুহিন,পৌর ছাত্র-দলের সাবেক সহ সভাপতি তরফদার বাশির উদ্দিন, কলেক ছাত্র-দলের সাবেক সসাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন,ছাত্রদল নেতা, হানিফ মুন্সী সাকিল আহম্মেদ, ঈসরাফিল হোসেন, মামুন হোসেন, আলআমিন হোসেন, বি এম বিল্লাল হোসেন, মোঃআলআমিন,রিফাত গুলদার,তরিকুল ইসলাম,খান জাহান আলী,সাদিক হোসেন,পলাশ,বায়জিদ হোসেন,তারেক হোসেন, সাজ্জাদ হোসেন,রাজু আহম্মেদ, ঈসরাফিল হোসেন, দোয়া পরিচালনা করেন হফেজ হামিম আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
CBALO/আপন ইসলাম