সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে অতিরিক্ত বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ১২:১৩ পূর্বাহ্ণ

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল জোনাল অফিস থেকে প্রতিমাসে শত শত বিদ্যুৎ গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে দিশেহারা হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ অফিস থেকে যে বিল করা হয় গ্রাহকদের তা দিতে বাধ্য করা হচ্ছে। প্রতিদিন শত শত গ্রাহকরা অভিযোগ নিয়ে জোনাল অফিসে ভিড় করলেও গ্রাহকেরা তেমন কোন সেবা পাচ্ছেন না। নানা অজুহাতে গ্রাহকদের বিদায় করে দেওয়া হয়। এছাড়া জনবল কম থাকায় মিটার রিডিং বাড়িতে বাড়িতে না গিয়ে অনুমানের উপর বিল করার ব্যাপক অভিযোগ রয়েছে। এছাড়া প্রতি মাসে প্রতিটা বিদ্যুৎ বিল থেকে ১০টাকা হারে মিটার ভাড়া আদায় করা হছে। গ্রাহকরা জানান, একবার মিটার নেবার পর প্রতি মাসে ১০টাকা হারে “কিয়ামত” পর্যন্ত আদায় করা হবে।

 

এছাড়া প্রতি মাসে ডিমান্ড চাজর্, ভ্যাট, সাভিস চার্জ নামে বিলের অংকের উপর থেকে অতিরিক্ত হারে টাকা আদায় করা হচ্ছে। বিদ্যুৎ গ্রাহক মো. এনামুল হক বাবুল জানান, তার বাড়িতে ব্যবহৃত একটি মিটার অক্টোরর ২০২০ মাসে ৩৭৪ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়। যার হিসাব নং ০৬-৯১৩-১৫২০ এতে বিল করা হয় ২০৯৮ টাকা। সার্ভিস চার্জ ৯০টাকা, ভ্যাট-১১০ টাকা মিটার ভাড়া ১০টাকাসহ ২৩০৮টাকা বিল করা হয়। অতিথের যে কোন বিলের চাইতে দ্বিগুনের উপরে বিল করা হয়। এবিষয়ে ২ নভেম্বর জোনাল অফিসে উপস্থিত হয়ে বিলসহ অভিযোগ করলে দায়িত্বরত মহিলা কর্মকর্তা ৭-৫ বুঝিয়ে বিদায় করেন। এসময় আরও অনেক গ্রাহক অতিরিক্ত বিলের বিষয়ে অভিযো…

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর