মো. স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা গ্রামের মিরুককান্দি বাজারের পাশে “তারুণ্যের আলো সামাজিক সংগঠন” পাকুন্দিয়া উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ হারুন রশীদ জুয়েল গত (সোমবার) বিকাল ৪ ঘটিকায় শুভ উদ্বোধন করেন। শুভ উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ মো. হারুন অর রশিদ জুয়েল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৭নং ওয়ার্ড মেম্বার মো. শামসুল আলম। এছাড়াও এলাকার গণ্যমান ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরিচালনায় ছিলেন চরটেকী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মো. নাসির উদ্দীন।
“তারুণ্যের আলো সামাজিক সংগঠন” এর সভাপতি জিদান আহাম্মদ বলেন, যে আমাদের তারুণ্যের আলো সামাজিক সংগঠনের মূল উদ্দেশ্য হলো এলাকার রাস্তাঘাট, দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করার এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে বিতারিত রাখা। তাই আমাদের “তারুণ্যের আলো সামাজিক সংগঠন’কে এগিয়ে নিয়ে যেতে হবে। পাকুন্দিয়া উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ হরুন রশীদ জুয়েল বলেন, “তারুণ্যের আলো সামাজিক সংগঠন”র সর্বাত্মক সহযোগিতায় আমি তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
CBALO/আপন ইসলাম