কামরুজ্জামান কানু,জামালপুর:
জামালপুরের ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চরপুটিমারী ইউপির দশানি নদীর সাজেলেরচর পয়েন্টে এসব ড্রেজার মেশিন করা হয়।অভিযানে ৪টি ছোট এবং ৫টি বড় ড্রেজার মেশিনসহ ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান।
অভিযান সূত্রে জানা যায়, বিগত কয়েক দিন ধরে একটি চক্র বালু উঠানো কারণে হুমকির মুখে পড়েছে সাজালেরচর ব্রিজ, বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা। আর এ খবর শুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন নদীর পাড়ে বসবাসরত লোকজন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বলেন, অভিযানে আমরা কাউকে আটক করতে পারিনি, বালু দস্যুরা আমাদের দেখেই দৌড়ে পালিয়ে যায়। ভূমি দস্যুদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
CBALO/আপন ইসলাম