বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

ই-পেপার

ফ্রান্সে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে গোলাপগঞ্জে ইউপি জমিয়তের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ৯:২৩ পূর্বাহ্ণ

সিলেট প্রতিনিধি :: ফ্রান্স কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে সোমবার (২ অক্টোবর) বিকাল ৪টায় চন্দরপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে গোলাপগঞ্জ বুধবারীবাজার ইউপি জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবারী বাজার ইউপি জমিয়তের সভাপতি আলহাজ্ব শামসুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা খলিলুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রশিদুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারী বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রুহুল আমিন।
বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, জামিয়া আমকোনা মাদ্রাসার শিক্ষা সচিব ক্বারী মাওলানা খলিলুর রহমান, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিছিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ নুর উদ্দিন, দারুল উলুম মোহাম্মদীয়া বৃহত্তর চন্দরপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন, বুধবারী বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আমিনুর রহমান।
এছাড়াও উপস্তিত ছিলেন মাওলানা আব্দুল মাজিদ জুনেদ, মাওলানা আব্দুল বাছিত, তালহা আহমদ, মাহফুজ আহমদ, তাজ উদ্দিন, তৌকির আহমদ, আজহারুল ইসলাম রবি, তানভীর আওহমদ, শুয়াইব নাইম, মুসা খান, সিদ্দিক আহমদ, জসিম আহমদ, সুফিয়ান আহমদ, আশফাক আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শার্লি এব্দো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ(সা.) এর কার্টুন প্রচার করে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তা সমর্থন করে শুরুতে ইসলাম বিরোধী যে বক্তব্য দিয়েছিলেন- এর কারণে গোটা বিশ্বের মুসলিম জাতির অন্তরে যে ক্ষত সৃষ্টি হয়েছে। বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। এমন অসভ্য কর্মকাণ্ড বন্ধ না করলে বিশ্বব্যাপী ম্যাঁক্রো সরকারকে বয়কট করা হবে। প্রতিবাদ সভায় ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন তারা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর